বাগেরহাটের মোরেলগঞ্জে পারভিন বেগম নামে এক বৃদ্ধার মরদেহ তার নিজ ঘর থেকে উদ্ধারের ঘটনায় ওই বৃদ্ধার মেয়ে ও প্রতিবেশী এক যুবককে আটক করেছে পুলিশ।
তারা হলেন- ওই বৃদ্ধার মেয়ে হাফসা বেগম (২৫) ও প্রতিবেশী আব্দুল কুদ্দুস হাওলাদারের ছেলে মামুন হাওলাদার (২৮)।
এর আগে, মঙ্গলবার (২৩ জানুয়ারি) ভোরে পারভিন বেগমের মেয়ে হাফসা বেগম ঘরের মধ্যে তার মাকে মৃত অবস্থায় খাটের নিচে দেখতে পায়। এসময় পারভিন বেগম ঘরের মধ্যে চোরের উপস্থিতি টের পেয়ে স্ট্রেক কারে মারা যায় বলে দাবি করেন মেয়ে হাফসা বেগম।
এ বিষয়ে থানার ওসি মোহাম্মদ শামসুদ্দিন বলেন, বৃদ্ধার লাশ উদ্ধারের ঘটনায় তার পরিবারের সদস্যরা নানা ধরণের সন্দেহজনক তথ্য দিয়েছে। ওই রাতে কি ঘটেছিল তা এখনো আবিস্কার করা যায়নি।
তিনি আরও জানান, পিবিআিই ও র্যাবের পৃথক দুটি দল বিষয়টি নিয়ে কাজ করছে। বৃদ্ধার মেয়ে ও প্রতিবেশী এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। এ ঘটনায় এখনো মামলা দায়ের হয়নি।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ