দিনাজপুরের ঘোড়াঘাটে কশিগাড়ীর (আদিবাসীপাড়া) নিজ ঘর থেকে ঝুলন্ত অবস্থায় বৃদ্ধ বিশ্বনাথ টুডু নামে এক আদিবাসীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবার ও স্থানীয়দের ধারণা গত দু’দিন আগে তিনি গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন।
মৃত আদিবাসী বৃদ্ধ বিশ্বনাথ টুডু(৭৫) ঘোড়াঘাট উপজেলার সিংড়া ইউনিয়নের কশিগাড়ীর (আদিবাসীপাড়া) গ্রামের মৃত রায়া টুডুর ছেলে। পেশায় তিনি কৃষিশ্রমিক হিসেবে কাজ করতেন। দীর্ঘদিন থেকে একাকী নিঃসঙ্গ জীবনযাপন করতেন।
শনিবার সকাল সাড়ে ১০টায় ঘোড়াঘাটের সিংড়া ইউপির কশিগাড়ীর (আদিবাসীপাড়া) নিজ ঘর থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। পরিবার ও স্থানীয়দের ধারণা গত দুদিন আগে তিনি গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানান, বাড়িটিতে তিনি একাই থাকতেন। তার স্ত্রী-সন্তান থাকতেন অন্য গ্রামে। বিশ্বনাথ নিজের মতো চলাফেরা করতেন। কারও সাথে তেমন মেলামেশা করতেন না। গত বুধবার বিকেলে তাকে গ্রামে দেখা যায়। শনিবার বাড়িতে গিয়ে দরজা খোলা ঘরে তাকে ঘরের তীরের (আঁড়া) সঙ্গে রশিতে ঝুলতে দেখেন রমেশ। পরে মৃত বিশ্বনাথের মেয়েকে খবর দিলে, তার মেয়ে থানায় খবর দেয়।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, সুরতহাল প্রতিবেদন থেকে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। গত বুধবার বিকেলে থেকে তাকে ঘোরাফেরা করতে দেখেননি গ্রামবাসী। ধারণা করা হচ্ছে, ওই দিন রাত থেকে শনিবার সকাল পর্যন্ত যেকোনো সময় সে আত্মহত্যা করেছে।
বিডি প্রতিদিন/এএম