ফের সংঘর্ষ হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার বিরাসার গ্রামে। এবারও ব্যাপক হামলা, পাল্টা হামলা, ভাঙচুর আর অগ্নিসংযোগের ঘটনায় সর্বত্র পোড়া গন্ধ বিরাজ করছে। শনিবার ভোর রাত ৪টার পর এ ঘটনা ঘটে সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের শহরতলীর বিরাসার গ্রামে।
ব্রাহ্মণবাড়িয়ার পৌর এলাকার পাশে কুমিল্লা-সিলেট মহাসড়ক সংলগ্ন এলাকা বিরাসার গ্রাম। গ্রামের দু’পক্ষের মধ্যে শহরের আনন্দ বাজারে কসাই দোকান দখল, গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে বহু বছর ধরে বিরোধ চলে আসছিল। একটি পক্ষে পৌর কাউন্সিলর মিজান আনসারীর নেতৃত্বে চেয়ারম্যান বাড়ি, হাজিবাড়ি, সাহেব বাড়ি, পোড়াবাড়ির গোষ্ঠীর সমন্বয়ে একটি দল। ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক হাজী বাবুল মিয়ার নেতৃত্বে বড়গোষ্ঠী।
গত ৫ মার্চ সর্বশেষ দুদলের দিনভর ভয়াবহ সংঘর্ষ হয়। এসময় ব্যাপক হামলা-ভাঙচুর, অগ্নিসংযোগ ও বোমাবাজির ঘটনা ঘটে। এতে ৩০ জন আহত ও ১৫টি বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ ও লুটপাটের শিকার হয়। দেশীয় অস্ত্রসহ ব্যবহার করা হয় বিদেশী আগ্নেয়াস্ত্র। পুলিশ পিস্তল, হাতবোমাও উদ্ধার করে। এরপর পুলিশ বাদী হয়ে মামলাসহ কয়েকটি মামলা হয়। এরপর থেকে বিরাসার গ্রামে পুলিশ মোতায়েনসহ প্রতিদিন পুলিশ টহল চলে। কোন আপোষ না হওয়ায় গ্রামটি হয়ে পড়ে পুরুষশূণ্য।
শনিবার সেহরী ও ফজর নামাজের পর পরই পুনরায় সংঘর্ষে জড়িয়ে পড়ে দু,পক্ষের শতশত দাঙ্গাবাজ। বিপুল পরিমান হাতবোমা ও পেট্রোল বোমার বিস্ফোরণে এলাকা প্রকম্পিত হয়ে পড়ে। চতুর্দিকে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। হামলা-ভাংচুর-অগ্নিংযোগে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। টহলরত পুলিশ, পুলিশ লাইনস ও বিভিন্ন উপজেলা থেকে বিপুল সংখ্যক পুলিশ, র্যাবের একটি দল বিরাসার গ্রামে যায়। প্রায় দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষে দাঙ্গাবাজরা অর্ধশতাধিক হাতবোমা ও বিপুল সংখ্যক পেট্রোল বোমার বিস্ফোরণ ঘটায়।
দুপুরে বিরাসার গ্রামে গিয়ে দেখা যায়, সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে আছে বাড়ি-ঘরের পোড়া সামগ্রী। বিভিন্ন বাড়ি থেকে তখনো ধোয়া উঠছিলো। বিভিন্ন পাকা বাড়ির ভেতর থেকে পোড়া গন্ধ আসছিলো রাস্তায়। বেশ কয়েকটি রাস্তায় পড়ে ছিলো হাজার হাজার ইটের টুকরো, বোতল ভাঙ্গা ও কাঁচের বিভিন্ন অংশ।
ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. বিল্লাল হোসেন বলেন, পরবর্তী সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসাইন জানান, সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে। ৭ টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল