গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রাস্তার উপর ফুটপাত ও দোকানপাট উচ্ছেদ অভিযান করেছে হাইওয়ে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার দুপুর থেকে উচ্ছেদ অভিযান শুরু করেছে হাইওয়ে পুলিশ। উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন গাজীপুর রিজিওয়ান হাইওয়ে পুলিশের (গাজীপুর জোন) সিনিয়র এএসপি আহমেদ রাজিউর রহমান। এ সময় আরো উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশের নাওজোড় থানার ওসি শাহাদাত হোসেন, নাওজোড় হাইওয়ে পুলিশের এসআই ইসরাফিল হোসেনসহ পুলিশের বিভিন্ন কর্মকর্তারা।
গাজীপুর রিজওয়ানের হাইওয়ে পুলিশের সিনিয়র এএসপি আহমেদ রাজিউর রহমান জানান, ঈদকে সামনে রেখে মহাসড়কে যাতে কোন অবৈধ দোকানপাট করে যানজট সৃষ্টি না করতে পারে এর জন্য আমাদের এই অভিযান। মানুষ যাতে স্বাচ্ছন্দ্যে বাড়ি পৌঁছে যেতে পারে এর জন্য ফুটপাত থেকে দোকানপাট উচ্ছেদ অভিযান করা হচ্ছে। আমাদের এই উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/এএ