ময়মনসিংহের তারাকান্দায় প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে চুরির অভিযোগ পাওয়া গেছে। রবিবার বিকাল পাঁচটা থেকে সোমবার অফিশিয়াল সময়ের আগে যেকোনো সময়ের মধ্যে এ ঘটনা ঘটেছে।
এ ঘটনায় উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আব্দুল হান্নান তারাকান্দা থানায় একটি জিডি করেছেন। তিনি জানান, সৌর বিদ্যুতের একটি ব্যাটারি চুরি হয়েছে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহবুবুল আলম বলেন, আমার বাথরুমের ভেন্টিলেটর ভেঙে ভেতরে প্রবেশ করেছে এবং বিভিন্ন কক্ষের ছয়টি তালা ভেঙে অফিশিয়াল কাগজপত্র তছনছ করেছে। এ ঘটনায় তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার নাজনীন সুলতানা উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল পরিদর্শন করেছেন।
এ ব্যাপারে জানতে চাইলে তারাকান্দা থানার ওসি ওয়াজেদ আলী বলেন, তারাকান্দা ভেটেরিনারি হাসপাতালে চুরির বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। আমরা এ ব্যাপারে কাজ করছি।
বিডি প্রতিদিন/এমআই