কক্সবাজারের চকরিয়ায় বাজার থেকে তুলে নিয়ে ছুরিকাঘাত করে আবদুর রহমান নামে এক যুবককে হত্যার ঘটনায় জড়িত জাহেদুল ইসলাম প্রকাশ মিন্টু (৩৮) কে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে ডুমখালী এলাকা থেকে তাকে গ্রেফতার করে। এর আগে গত সোমবার হত্যা মামলার প্রধান আসামী সোহেল মাহমুদ ভুট্টু (৪৮) কে গ্রেফতার করে পুলিশ। এ নিয়ে হত্যা মামলার দুই আসামীকে গ্রেফতার করা হয়।
জাহেদুল ইসলাম ডুলাহাজারা ইউনিয়নের ২নম্বর ওয়ার্ড পূর্ব ডুমখালী এলাকার ছুরত আলমের ছেলেও সোহেল মাহমুদ একই এলাকার জাফর আলীর ছেলে।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, ডুলাহাজারা এলাকায় আবদুর রহমানের হত্যাকান্ডে জড়িত ২ আসামীকে গ্রেফতার করা হয়েছে। এই মামলায় ১৯ জন এজাহার নামীয় আসামী ও ১০-১৫ জনকে অজ্ঞাত আসামী করা হয়।
প্রসঙ্গত, গত সোমবার সন্ধ্যায় ইফতারের পূর্বমূহুর্তে আবদুর রহমান নামে এক যুবককে তুলে রিজার্ভ এলাকায় নিয়ে গিয়ে ছুরিকাঘাত করে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় তার স্ত্রী বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
বিডি প্রতিদিন/এএম