চুয়াডাঙ্গায় মন্দিরে মন্দিরে পাহারা বসিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা। মঙ্গলবার রাত থেকে তারা এ পাহারার কাজ শুরু করে। এর আগে বিকাল থেকে রাত ৮টা পর্যন্ত শহরের শহীদ হাসান চত্বরে ট্রাফিকের দায়িত্ব পালন করেন তারা।
ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখার সেক্রেটারি তুষার ইমরান সরকার জানান, প্রথম দিন তাৎক্ষণিক সিদ্ধান্তে রাত ১০টা থেকে ১টা পর্যন্ত শহরের বড় বাজার এলাকার দুটি মন্দিরে তারা পাহারা দেন। আজ (বুধবার) থেকে আরো বেশি সংখ্যক মন্দিরে অধিক সময় পাহারার কাজ করা হবে।
তিনি বলেন, প্রথম দিন ১২ জনের দল নিয়ে তারা দুটি মন্দিরে পাহারা দেন। এছাড়া একই দলের সদস্যরা মঙ্গলবার বিকাল থেকে রাত ৮টা পর্যন্ত ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করেন।
বিডি প্রতিদিন/হিমেল