বগুড়া সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহব্বায়ক মিজান হত্যা মামলার এজাহারভূক্ত ২ জন আসামিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। শনিবার রাত দেড়টার দিকে বগুড়া সদরের নুনগোলা ইউনিয়নের রাজাপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো-বগুড়া সদরের রজাকপুর গ্রামের মোঃ মমতাজুর রহমানের ছেলে মোঃ আহসান হাবীব(৩০) ও আফজাল হোসেনের ছেলে মোঃ হান্নান (৪১)।
বগুড়া জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মুস্তাফিজ হাসান জানান, শনিবার রাতে এজাহার ভূক্ত আসামী আহসান হাবীব ও হান্নানকে গ্রেফতার করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে, গত ৯ সেপ্টেম্বর রাতে আধিপত্য বিস্তার ও পূর্ববিরোধের জেরে সদর উপজেলার গোকুল বাজার এলাকায় মিজানুর রহমান মিজানকে কুপিয়ে হত্যা করা হয়। নিহত মিজান বগুড়া সদরের গোকুল উত্তরপাড়ার আফসার আলী সাকিদারের ছেলে। তিনি সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ছিলেন।
বিডি প্রতিদিন/এএম