চাঁদপুরের হাইমচরে শহীদ জিয়া স্মৃতি সংসদের আয়োজনে শুরু হয়েছে শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। উদ্বোধনী ম্যাচে নয়ানী অল স্টার ক্লাব ও নিউ হাইমচর সিটি দল অংশগ্রহণ করে।
শুক্রবার বিকেলে উপজেলার আলগী বাজার দুর্গাপুর উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের উদ্ধোধন করেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপি সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।
হাইমচর উপজেলা বিএনপির সভাপতি আমিন উল্লা বেপারীর সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক হারুনুর রশিদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. সলিম উল্লা সেলিম। উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি ফেরদৌস আলম বাবু, প্রচার সম্পাদক শরীফ উদ্দিন পলাশ, হাইমচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সফিক, জেলা ছাত্রদলের সভাপতি ঈমান হোসেন গাজী ও সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটওয়ারী।
মাসব্যাপী এই টুর্নামেন্টে উপজেলার ২০টি দল অংশগ্রহণ করবে। ২০২৫ সালের জানুয়ারিতে টুর্নামেন্টের সেমি-ফাইনাল ও ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।
বিডি প্রতিদিন/নাজমুল