মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে।
সোমবার উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে র্যালি, আলোচনা সভা ও জয়িতাদের সম্মাননা প্রদান করা হয়।
উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শামীমা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ববি মিতু। এসময় সেখানে উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী হুমায়ন কবির, টঙ্গীবাড়ি প্রেসক্লাব সাধারণ সম্পাদক আবু বাক্কার মাঝি, এসআই মো. মিজানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রধান শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। সভা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে তিনজন জয়িতার মধ্যে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
বিডি প্রতিদিন/হিমেল