হবিগঞ্জের মাধবপুরে মাইক্রোবাসের ধাক্কায় আরফান মিয়া (২৩) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) বিকেলে ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের সুরমা চা বাগনের ফয়েজাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন মাহিন ও হৃদয়।
স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, আরফান মিয়া তার দুই বন্ধু মাহিন ও হৃদয়কে নিয়ে সাতছড়ি জাতীয় উদ্যানে ঘুরতে যাচ্ছিলেন। এসময় তাদের মোটরসাইকেলটি ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কে সুরমা চা বাগনের ফয়েজাবাদ এলাকায় পৌঁছালে বাকের বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের ধাক্কায় ঘটনাস্থলেই আরফানের মৃত্যু হয়। গুরতর আহত অবস্থায় মাহিন ও হৃদয়কে মাধবপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে । এ ঘটনায় ঘাতক মাইক্রোবাসটি জব্দ করেছেন পুলিশ।
মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল-মামুন বলেন, এ দুর্ঘটনায় আরফান নামের একজন নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিডি প্রতিদিন/নাজিম