মুন্সিগঞ্জে সহস্রাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের উদ্যোগ নিয়েছে লংমার্চ সমবায় সমিতি। আজ শনিবার সকালে লৌহজং উপজেলার মালির অংক ইউনিয়নের লৌহজং পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এসব মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ সময় লংমার্চ সমবায় সমিতির পক্ষ থেকে স্থানীয় কৃষক বাদশা মিয়াকে একটি গরুর সমপরিমাণ অর্থ প্রদান করা হয়।
মুন্সিগঞ্জ জেলা যুবদলের সাবেক কোষাধ্যক্ষ মো. আল-আমিন বেগের সভাপতিত্বে লৌহজং উপজেলার জিয়া সাইবার ফোর্সের সাধারণ সম্পাদক এডভোকেট নাদিমের সঞ্চালনায় শীতবস্ত্র বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদীদল দল বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব এডভোকেট আবদুস সালাম আজাদ।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক মজিবুর রহমান দেওয়ান। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আল-আমিন খান, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান খান, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি আবদুল্লাহ জামান আদিত্য।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লৌহজং থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আলহাজ্ব কহিনুর শিকদার, কেন্দ্রীয় কমিটি যুবদলের সহ সাধারণ সম্পাদক ইমরান হোসেন মানিকসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/জামশেদ