প্রাকৃতিক মৎস্য প্রজননকেন্দ্র হালদা নদী থেকে একটি মৃত ডলফিন উদ্ধার করা হয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) চট্টগ্রামের রাউজান উপজেলার বিনাজুরি ইউনিয়ন আইডিএফ স্টেশন সংলগ্ন এলাকা থেকে এটি উদ্ধার করা হয়।
ডলফিনটির ওজন ১২ কেজি, দৈর্ঘ্য প্রায় চার ফুট এবং প্রস্থ ২৮ ইঞ্চি। পচন শুরু হওয়ায় এটিকে মাটি চাপা দিয়েছে উপজেলা মৎস্য কার্যালয়ের কর্মী ও স্বেচ্ছাসেবকেরা।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) হালদা রিসার্চ ল্যাবরেটরির সমন্বয়ক ও প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মনজুরুল কিবরিয়া বলেন, হালদা নদী থেকে উদ্ধার এই মৃত ডলফিনটি ৪৪তম ডলফিন। ডলফিনটির গায়ে কয়েকটি আঘাতের চিহ্নও পাওয়া গেছে, ফলে ধারণা করা হচ্ছে ধারালো শক্ত কিছুর সঙ্গে ধাক্কা লেগে আঘাতপ্রাপ্ত হয়ে ডলফিনটি মারা যেতে পারে। মৃত্যুর কারণ সম্পর্কে আরও বিস্তারিত পর্যালোচনা ও কারণ অনুসন্ধান করে প্রকৃত কারণ জানা যাবে।
চবি হালদা রিসার্চ অ্যান্ড ল্যাবরেটরি সেন্টারের তথ্য অনুযায়ী, এটি চলতি বছর হালদা নদীতে প্রথম ডলফিনের মৃত্যু। গত ছয় বছরে হালদায় ৪৪টি ডলফিনের মৃত্যু হয়েছে।
বিডি প্রতিদিন/মুসা
 
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        