মেহেরপুরে জুলাই শহীদদের স্মরণে জুলাই স্মৃতি স্তম্ভের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
আজ সোমবার সকালে মেহেরপুর কলেজ মোড়ে মেহেরপুর জেলা প্রশাসক সিফাত মেনহাজ আনুষ্ঠানিক ভাবে জুলাই স্মৃতি স্তম্ভের নির্মাণ কাজের উদ্বোধন করেন।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. নজরুল কবীর, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী এস এম রফিকুল হাসান, সিভিল সার্জন ডা. এস এম আবু সাঈদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, অতিরিক্ত পুলিশ সুপার জামিনুর রহমান, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী শাখাওয়াত হোসেন, সদর উপজেলা নির্বাচন অফিসার খায়রুল ইসলাম, তথ্য অফিসার আব্দুল্লাহ আল মামুন, সমাজসেবা উপ-পরিচালক আসাদুল ইসলাম, কৃষি সম্প্রসারণ উপ-পরিচালক শামসুল আলম, জেলা নির্বাচন অফিসার মো. ওয়ালিউল্লাহসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
জুলাই শহীদদের স্মৃতি সংরক্ষণ ও প্রজন্মকে ইতিহাস সম্পর্কে সচেতন করতে ১৪ লাখ টাকা ব্যায়ে গণপূথ বিভাগের অধিনে নির্মাণ হচ্ছে এই স্মৃতি স্তম্ভ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন