‘ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন’, এই স্লোগানে বগুড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার সকাল ১০টায় জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা করা হয়।
পরিবার পরিকল্পনা বগুড়ার উপপরিচালক প্রসেনজিৎ প্রণয় মিশ্র’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক হোসনা আফরোজা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. এ. কে. এম মোফাখখারুল ইসলাম।
এসময় আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার মো. রমজান আলী আকন্দ, সদর উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল ওয়াজেদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক মো. এখলাস হোসেন সরকার, জেলা সিনিয়র তথ্য অফিসার মো. মাহফুজার রহমান, সহকারী পরিচালক পরিবার পরিকল্পনা মো. মোস্তাফিজুর রহমান, আরপিটিআই’র অধ্যক্ষ ডা. মোদাব্বেরুল ইসলাম, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী, টিএমএসএস’র পরিচালক মুসা আল মানসুর, সাবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফরিদ উদ্দিন, পরিবার কল্যাণ সহকারী মোছা. জোহুরা খাতুন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য এবং দিবসের প্রতিপাদ্যে উপর বক্তব্য রাখেন সহকারী পরিচালক (সিসি) ও ডিস্ট্রিক কনসালটেন্ট এফপিসিএস-কিউআইটি ডা. মো. শামসুজ্জামান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বগুড়া সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. ইমরান নাজীর। আলোচনা সভা শেষে ১০টি ক্যাটাগরিতে জেলার শ্রেষ্ঠ চারজন কর্মী এবং ছয়টি প্রতিষ্ঠানকে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।
বিডি প্রতিদিন/এমআই