বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপন বলেছেন, স্বাধীনতা যুদ্ধের ঘোষক শহীদ জিয়াউর রহমান যেদিন মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছিলেন, সেদিন মুক্তিযোদ্ধাদের হত্যা করার জন্য রাজাকার-আল বদর বাহিনী তৈরি করা হয়েছিলো। যারা রাজাকার-আল বদরের দায়িত্ব পালন করেছেন এদেশের মানুষ তাদের ভুলে নাই। বুধবার দুপুরে গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা বিএনপির আয়োজনে গৌরনদী বাসস্ট্যান্ডস্থ অডিটোরিয়ামে ফ্যাসিবাদের ১৫ বছরে নিহত জুলাই-শহীদসহ সকল শহীদদের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। স্মরণসভায় বক্তব্য রাখেন জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্যরা। শেষে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাত করা হয়।
পরে গৌরনদী উপজেলা ও পৌর এবং আগৈলঝাড়া উপজেলা বিএনপির প্রতিনিধি সভা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন। গৌরনদী উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লবের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বরিশাল জেলা উত্তর বিএনপির আহবায়ক দেওয়ান মো. শহিদুল্লাহ, সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল, উপজেলা বিএনপির সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান, বশির আহম্মেদ পান্না, সিনিয়র যুগ্ন আহবায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক সফিকুর রহমান স্বপন। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক কামরুজ্জামান খোকন। প্রতিনিধি সভায় দুই উপজেলার ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
বিডি প্রতিদিন/এএ