পটুয়াখালীর কলাপাড়ায় পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল অফিসের বিদ্যুৎ সঞ্চালন স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডর ঘটনা ঘটে। সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে স্টেশনের ভোল্টেজ রেগুলেটরে বিকট শব্দে বিস্ফোরণ হয়ে আগুন ছড়িয়ে পড়ে।
এসময় বিদ্যুৎ অফিসের কর্মকর্তা কর্মচারিরা আতঙ্কিত হয়ে দিগ্বিদিক ছোটাছুটি করেন। মুহূর্তেই বন্ধ হয়ে যায় কলাপাড়া, কুয়াকাটাসহ পার্শ্ববর্তী তালতলী উপজেলার বিদ্যুৎ সংযোগ। খবর পেয়ে কলাপাড়া ফায়ার সার্ভিস স্টেশনের দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় আধা ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এদিকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছে বিদ্যুৎ গ্রাহকরা। বন্ধ রয়েছে উপজেলার সকল মিল, কলকারখানা। ইলিশের মৌসুম চললেও বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় উপজেলার বরফ কলগুলো বন্ধ রয়েছে। আগামী ২৪ ঘণ্টার ভিতর বিদ্যুৎ সংযোগ চালু না হলে এখানকার মৎস্য ব্যবসায়ীরা কোটি কোটি টাকার রফতানিকৃত মাছ নিয়ে চরম বিভাগে পড়বে বলে জানান ব্যবসায়ীরা।
কলাপাড়া পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম জয় প্রকাশ নন্দী জানান, এই বিদ্যুৎ সঞ্চালন স্টেশন থেকে পর্যটন কেন্দ্র কুয়াকাটা, মৎস্য বন্দর আলীপুর, মহিপুর ও পার্শ্ববর্তী তালতলী উপজেলায় বিদ্যুৎ সঞ্চালন হয়। হঠাৎ এ অগ্নিকাণ্ড অন্তত ৬৭ হাজার গ্রাহক বর্তমানে অন্ধকারে রয়েছে। কখন বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক হবে সে বিষয়টিও নিশ্চিত করতে পারেননি তিনি।
তিনি আরও বলেন, কিভাবে অগ্নিকাণ্ডর ঘটনা ঘটেছে বিষয়টি তদন্ত চলছে। এতে অন্তত অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
কলাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা শাহাদাত হোসেন জানান, তাদের দুটি ইউনিট আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণ রয়েছে। কিভাবে আগুন লেগেছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
বিডি প্রতিদিন/নাজমুল