কক্সবাজার বিমান বন্দরে ঢাকা যাওয়ার পথে দুই যুবককে ইয়াবাসহ আটক করা হয়েছে। আটককৃতরা হলেন মাদারীপুরের জাকির হোসেন (২৬) ও বরিশালের তানভীর আহমদ (৩০)।
বিমানবন্দর কতৃপক্ষ জানায়, ব্যাগ তালাশীর সময় ক্রিকেট ব্যাটের ভিতরে গর্ত করে ৫,১০০ পিস ইয়াবা লুকানো ছিল। তারা দুইজনই ইউএস-বাংলার ১১:২৫ ফ্লাইটের যাত্রী ছিলেন।
পরে আটক যুবকদের কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ ইলিয়াস খান বিষয়টি নিশ্চিত করেছেন এবং জানান, তাদের বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা রুজু করা হবে।
বিডি প্রতিদিন/আশিক