ন্যায্য জ্বালানির অঙ্গীকার, নির্মলবায়ু সবার অধিকার এমন প্রতিপাদ্য বিষয় নিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় প্রথমবারের মত উদযাপন করা হয়েছে আন্তর্জাতিক ‘নীল আকাশের জন্য নির্মল বায়ু’ দিবস।
রবিবার সকাল ১১ টার দিকে এ উপলক্ষে একটি র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়। একশনএইড বাংলাদেশ, জাস্ট এনার্জি ট্রানজিশন নেটওয়ার্ক বাংলাদেশ (জেটনেট বিডি) এর সহয়োগিতায় স্বেচ্ছাসেবি সংগঠন প্রান্তজন ও কলাপাড়া পরিবেশ ও জনসুরক্ষা মঞ্চ এর আয়োজন করে। প্রেসক্লাব চত্বর থেকে পৌর শহরে একটি র্যালি বের হয়।
এতে শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন। পরে আন্দারমানিক নদীর তীরে হেলিপ্যাড মাঠে পরিবেশকর্মী মেজবাহউদ্দিন মান্নুর সভাপতিত্বে পথসভায় বক্তব্য রাখেন কলাপাড়া পরিবেশ ও জনসুরক্ষা মঞ্চের সদস্য মিলন কর্মকার রাজু, কবির তালুকদার, মো. নজরুল ইসলাম, প্রান্তজন’র ফিল্ড কোর্ডিনেটর সাইফুল্লাহ মাহমুদ প্রমুখ।
বক্তরা ন্যায্য জ্বালানির অঙ্গীকার, নির্মল বায়ু সবার অধিকারসহ পাঁচটি দবি বাস্তবায়নের কথা তুলে ধরেন। একই সাথে বায়ুদূষণ নিয়ন্ত্রণে বিশ্বব্যাপী জন-রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি এবং আন্তর্জাতিকভাবে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা দাবি জানান তারা।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন