মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও আহ্বায়ক কমিটি সদস্য ড. খোন্দকার আকবর হোসেন বাবলু বলেছেন, আগামী নির্বাচনে বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। পাশাপাশি অর্থনৈতিক সমৃদ্ধির জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণের মাধ্যমে দেশ ও জাতির সমঅধিকার বাস্তবায়ন করা হবে। এসব দফা বাস্তবায়ন করা হলে রাষ্ট্রের সব সাংবিধানিক কাঠামো সংস্কারের মাধ্যমে জাতিকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে। এতে কোনো রাজনৈতিক বৈষম্য থাকবে না।
তিনি বলেন, স্বৈরাচারী শাসনব্যবস্থার মধ্য দিয়ে পতিত স্বৈরাচার দেশের প্রতিটি প্রতিষ্ঠান যেভাবে ধ্বংস করেছে, তা থেকে দেশ ও জাতিকে রক্ষা করতে হবে। এজন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের বিকল্প নেই। ৩১ দফা হচ্ছে আগামী দিনে বিএনপির রাষ্ট্র পরিচালনার একটি দলিল। এখন পর্যন্ত যারা রাষ্ট্র সংস্কারের ব্যাপারে নানা কথা বলছেন, বিভিন্ন ফর্মুলা দিচ্ছেন, তাদের কোনো ভাবনাই ৩১ দফা রূপরেখার বাইরে নয়।এই রূপরেখা ঘোষণা জনগণের মাঝে ব্যাপকভাবে তুলে ধরতে হবে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকালে মানিকগঞ্জের শিবালয় উপজেলা বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো পূর্ণগঠনে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে টেপড়া বাসস্ট্যান্ডে এক মতবিনিময় ও আলোচনা সভা শেষে এক র্যালি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির ব্ক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপির প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের জ্যেষ্ঠ পুত্র ড. খোন্দকার আকবর হোসেন বাবলু বলেন, আমি রাষ্ট্র সংস্কারের ৩১ দফা নিয়ে মানিকগঞ্জ-১ আসনের ৩টি উপজেলার ওয়ার্ড পর্যায়ে মতবিনিময় ও প্রচারাভিযান চালাচ্ছি। মাঠপর্যায়ে সাধারণ মানুষের কাছে দ্বারেদ্বারে পৌঁছাতে আমাদের এ প্রচার কর্মসূচি চলবে।
মানিকগঞ্জ জেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মহিদুর রহমানের সভাপতিত্বে তেঁজগাও শিল্পাঞ্চল থানা কৃষক দলের আহ্বায়ক মো. সেলিম মিঞার সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শিবালয় উপজেলা বিএনপির সহসভাপতি কাজী আব্দুর রাজ্জাক।
এসময় আরও উপস্থিত ছিলেন অ্যাডডভোকেট আনোয়ার হোসেন, সহ-সভাপতি, ঘিওর উপজেলা বিএনপি; শফিউল আলম বিল্টু, সিনিয়র যুগ্ম-সম্পাদক, দৌলতপুর উপজেলা বিএনপি; আমিনুল ইসলাম মাস্টার, যুগ্ম-সম্পাদক, দৌলতপুর উপজেলা বিএনপি; অ্যাডডভোকেট ইউনুস আলী শিকদার, অতিরিক্ত পিপি, মানিকগঞ্জ জেলা জজ কোর্ট; মো. জাকির হোসেন লিটন মুহুরী, সদস্য, মানিকগঞ্জ জেলা কৃষক দল; মো. আবুল কালাম আজাদ, সদস্য, মানিকগঞ্জ জেলা কৃষক দল; হারেজ মিয়া, সভাপতি, ঘিওর ইউনিয়ন বিএনপি; মো. আবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক, মহাদেবপুর ইউনিয়ন বিএনপি; মো. উজ্জ্বল হোসেন, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক, ঘিওর উপজেলা স্বেচ্ছাসেবকদল; সার্জেন্ট শাহীন, সাংগঠনিক সম্পাদক, দৌলতপুর উপজেলা কৃষকদল; নির্মল হালদার, সিনিয়র সহ-সভাপতি, শিবালয় উপজেলা মৎস্যজীবী দল; লিটন হোসেন, সাংগঠনিক সম্পাদক, শিবালয় উপজেলা মৎসজীবী দল; আমজাদ হোসেন, সভাপতি, শিবালয় উপজেলা শহীদ জিয়া প্রজন্ম দল; মিন্টু মেম্বার, সভাপতি, দৌলতপুর উপজেলা শহীদ জিয়া প্রজন্ম দল; নুরুল ইসলাম মাষ্টার, সাধারণ সম্পাদক, শিবালয় উপজেলা শহীদ জিয়া প্রজন্মদল প্রমুখ।ডডভোকেট ইউনুস আলী শিকদার প্রমুখ।
বিডি প্রতিদিন/নাজিম