একটি উদ্যোগ সমাজকে পরিবর্তন করতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী। শনিবার সকালে লক্ষ্মীপুর টাউন হলে সামাজিক সংগঠন ভ্যানগার্ডের আয়োজনে হামদ নাত ও গজল প্রতিযোগীতার সমাপনী অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘একটি উদ্যোগ একটা সমাজকে পরিবর্তন করে দিতে পারে। সমাজ থেকে সন্ত্রাস, মাদক ও অপকর্মকে পরিহার করে আমরা সুন্দর একটি সমাজ গড়তে চাই। সমাজকে সুন্দর ও ভালো করতে শিক্ষার্থীদের পাশে আছি এবং থাকব। আমাদের লক্ষ্যে পৌঁছাতে হলে তরুণ প্রজম্মকে এগিয়ে নিতে হবে। তা না হলে দেশ ক্ষতিগ্রস্ত হবে, আমরা ক্ষতিগ্রস্ত হব। জাতির জন্য এর বাইরে অন্য কোন বিকল্প নেই।’
এ্যানী আরও বলেন, ‘স্কুল-কলেজ ও মাদরাসার কোমলতি শিক্ষার্থীদের নিয়ে ভ্যানগার্ড যে উদ্যোগ গ্রহণ করেছে তা সমাজ ব্যবস্থাকে পরিবর্তনে বিশেষ ভূমিকা রাখবে। ১৭ বছরের বেশি সময় ধরে এই সমাজে একটি অবক্ষয় তৈরি হয়েছে। এই প্রজন্ম এই সমাজকে মাদকের মাধ্যমে, মাদকের ব্যধিতে এমনভাবে নিয়ে আসা হয়েছে যে এই জেনারেশন খুবই ক্ষতিগ্রস্ত। অভিভাবকরা চিন্তিত থাকে। মাদক থেকে সন্ত্রাস, রাহাজানি এবং অপকর্ম এমনভাবে হয়েছে যে সমাজটা একটা ট্রমায় পড়ে আছে। যদি এখান থেকে একটি সামাজিক আন্দোলন করে মুক্তি পেতে চাই, তাহলে সেই আলো ভ্যানগার্ড আমাদেরকে দেখাবে এবং দেখাচ্ছে।’
ভ্যানগার্ডের প্রতিষ্ঠাতা নেছার উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্বিবদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী। ছাত্রদল নেতা আকবর হোসেন মুন্না ও রোকন উদ্দিনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মঞ্জুরুর রহমান, চর মটুয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আহমেদ আবু তাহের, জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু ও যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমানসহ আরও অনেকে।
আয়োজকরা জানায়, হামদ নাত ও গজল প্রতিযোগীতায় পুরো জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৮০০ শিক্ষার্থী অংশ নেয়। প্রতিযোগীতার মাধ্যমে ২৬ জনকে ফাইনালের জন্য মনোনীত করা হয়। ফাইনালে লক্ষ্মীপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী মাইমুনা আক্তার প্রথম স্থান, হায়দারগঞ্জ তাহেরিয়া আর এম কামিল মাদরাসার ছাত্র সৈয়দ আহমেদ দ্বিতীয় স্থান ও চরআলেকজান্ডার কামিল মাদ্রাসার ছাত্র তাওহিদুল ইসলাম তৃতীয় স্থান অর্জন করেন। তাদেরকে ক্রেস্ট, সনদ ও প্রাইজমানি দেওয়া হয়।