২২ মে, ২০১৯ ০৯:৫৭

বিশ্বকাপে সৌরভের যে রেকর্ড ভাঙতে পারেনি কেউ

অনলাইন ডেস্ক

বিশ্বকাপে সৌরভের যে রেকর্ড ভাঙতে পারেনি কেউ

ক্রিকেট মানেই রেকর্ড ভাঙা-গড়ার খেলা। তবে ক্রিকেটে এমন কিছু রেকর্ড হয় যা অক্ষাত থেকে যায় বহুদিন। বিশ্বকাপে প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের তিনটি শতরানের রেকর্ডও এমনই একটি।

মেগা টুর্নামেন্টের ৪৪ বছরের ইতিহাসে কোন অধিনায়কই সৌরভের এই রেকর্ড ভাঙতে পারেননি। অধিনায়ক হিসেবে বিশ্বকাপে সবচেয়ে বেশি শতরান করার মালিক সৌরভই।

২০০৩ বিশ্বকাপে মহারাজের হাত ধরেই ফাইনালে পৌঁছেছিল ভারত। ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারতে হয় ভারতকে। সেইবারের বিশ্বকাপে সৌরভ নামিবিয়া (১১২ অপরাজিত) এবং কেনিয়া (অপরাজিত ১১১ ও অপরাজিত ১০৭)'র বিরুদ্ধে তিনটি শতরান করেছিলেন। দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত সেইবারের বিশ্বকাপে রিকি পন্টিং দু'টি সেঞ্চুরি করেছিলেন। সৌরভ সেইবার ১১টি ম্যাচে ৪৬৫ রান করেছিলেন।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর