১৭ জুন, ২০১৯ ১৬:১৮

আউট ভেবে মাঠ ছাড়লেও পাকিস্তানের বিপক্ষে আউটই হননি কোহলি!

অনলাইন ডেস্ক

আউট ভেবে মাঠ ছাড়লেও পাকিস্তানের বিপক্ষে আউটই হননি কোহলি!

ক্রিকেট ইতিহাসে বহু ব্যাটসম্যান আউট হওয়ার পরে আম্পায়ারের সিদ্ধান্তের অপেক্ষা না করে প্যাভিলিয়নের দিকে হাঁটা শুরু করতেন। এই তালিকায় অ্যাডাম গিলক্রিস্টের কথা এখনও মনে রয়েছে ক্রিকেটপ্রেমীদের। প্রাক্তন এই অজি ব্যাটসম্যান আউট হওয়ার পরে আম্পায়ারের সিদ্ধান্তের জন্য দাঁড়িয়ে থাকতেন না। এদিন সেরকম কিছু করতে গিয়ে আউট না হয়েও মোহাম্মদ আমিরকে উইকেট দিয়ে আসেন ভারতীয় অধিনায়ক।

ভারতের ইনিংসের শেষ দিকে মোহম্মদ আমিরের একটা বাউন্সার হুক করতে চেয়েছিলেন ভারত অধিনায়ক বিরাট কোহালি। আমিরসহ পাকিস্তানি ক্রিকেটাররা আউটের আবেদন করেন। আম্পায়ার মারিয়াস এরাসমাস সেই আবেদনে সাড়া দেননি। কিন্তু ব্যাটে লেগেছে ভেবে কোহালি ক্রিজে না দাঁড়িয়ে প্যাভিলিয়নের দিকে হাঁটা শুরু করেন।

কিন্তু রিপ্লেতে দেখা যায় কোহালির ব্যাটে বল লাগেনি। তবুও তিনি আম্পায়ারের সিদ্ধান্তের অপেক্ষা না করে গটগট করে হেঁটে বেরিয়ে যান। সূত্র: আনন্দবাজার পত্রিকা

বিডি-প্রতিদিন/১৭ জুন, ২০১৯/মাহবুব

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর