২৪ জুন, ২০১৯ ১৭:৩৩

সাকিবের অর্ধশতক

অনলাইন ডেস্ক

সাকিবের অর্ধশতক

দুর্দান্ত ফর্মে থাকা সাকিব আল-হাসান আফগানদের বিপক্ষে অর্ধশতক করেছেন। ৬৬ বলে এই অর্ধশতক করেন তিনি। প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বকাপে ১ হাজার রানের মাইলফলক গড়েছেন তিনি। সাকিবের পরে অবস্থান মুশফিকুর রহিমের। বিশ্বকাপে এখন পর্যন্ত তার রান ৭৬২।

অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নারকে (৪৪৭ রান) পেছেনে ফেলে শীর্ষ রান সংগ্রাহকের তালিকায় এক নম্বরে উঠে এসেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। আজ আফগানিস্তানের বিপক্ষে ওয়ার্নারকে টপকাতে সাকিবের প্রয়োজন ছিল ২২ রান।

অন্যদিকে, ব্যক্তিগত ৩৪ রান করে সাকিব প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বকাপে ১০০০ রানের মালিক হয়েছেন।

বিডি প্রতিদিন/২৪ জুন, ২০১৯/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর