শুক্রবার, ২১ অক্টোবর, ২০২২ ০০:০০ টা
ছড়ার হাট

শরৎ শোভা

এস এম শহীদুল ইসলাম

শরৎ শোভা

ঋতুর বাণী; শরৎ রানি

বর্ষা শেষে আসে,

বাংলা ভালোবাসে।

আকাশজুড়ে; কাছে-দূরে

মেঘ মেয়েরা ওড়ে,

ইচ্ছেডানায় ঘোরে।

 

কাশের বনে; ক্ষণে ক্ষণে

দোল দিয়ে যায় হাওয়া,

যেন মনের দাওয়া।

বিলে-ঝিলে; দৃষ্টি দিলে

শাপলা-শালুক মেলে,

বেশ খুশি তা পেলে।

 

শরৎ শোভা; মনোলোভা

ফুল-ফসলের ঘ্রাণ,

জুড়ায় সবার প্রাণ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর