নানু বাড়ি যাবে খোকন
খুশিতে মশগুল,
মাঠ পেরিয়ে পথে যেতে
মস্ত কাঠের পুল।
পুল পেরুতে পারে খোকন
মায়ের হাতটি ধরে,
হাঁটতে গেলে কাঠের পুলটা
উঠে নড়েচড়ে।
খোকন সোনার ভয় চলে যায়
যেতে নানু বাড়ি,
ভয় পেলে কি যাবে দেওয়া
কাঠের পুলটা পাড়ি?
হেঁটে হেঁটে যায় যে যাওয়া
ওইতো পাশের গাঁ,
মায়ের সাথে চলছে খোকন
ফেলে ছোট্ট পা।