অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পদত্যাগের কথা ভাবছেন বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। গতকাল বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা জানিয়েছেন। এর আগে গতকাল সন্ধ্যা ৭টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে যান নাহিদ ইসলাম।
জানা যায়, গতকাল বিকাল থেকে সমাজমাধ্যমে প্রধান উপদেষ্টার পদত্যাগের গুঞ্জন ছড়িয়ে পড়ে। এরই পরিপ্রেক্ষিতে তাঁর সঙ্গে দেখা করতে যান নাহিদ ইসলাম। এ সময় দেশের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।
বিবিসি বাংলাকে দেওয়া ওই সাক্ষাৎকারে নাহিদ ইসলাম জানান, প্রধান উপদেষ্টা দেশের চলমান পরিস্থিতিতে কাজ করতে পারবেন না এমন শঙ্কা প্রকাশ করেছেন। দেশের চলমান পরিস্থিতিতে স্যারের পদত্যাগের একটা খবর আমরা বৃহস্পতিবার সকাল থেকে শুনছি। ওই বিষয় নিয়ে আলোচনা করতে স্যারের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম।
বিবিসি বাংলাকে তিনি বলেন, প্রধান উপদেষ্টা বলেছেন, জুলাই গণ অভ্যুত্থানের পর দেশের পরিবর্তন ও সংস্কার সাধনের উদ্দেশ্য নিয়ে আমরা তাঁকে এনেছিলাম। কিন্তু আন্দোলন পরিস্থিতিতে তিনি জিম্মি বোধ করছেন। এভাবে চলতে থাকলে আর রাজনৈতিক দলগুলো যদি একটি ঐক্যের জায়গায় পৌঁছাতে না পারে তবে তিনি কাজ করতে পারবেন না। এ সময় প্রধান উপদেষ্টাকে পদত্যাগের মতো সিদ্ধান্ত না নিতে আহ্বান জানিয়েছেন বলে বিবিসি বাংলাকে জানান নাহিদ ইসলাম।
এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বাংলাদেশ প্রতিদিনকে জানান, চলমান রাজনৈতিক পরিস্থিতি ও প্রধান উপদেষ্টা পদত্যাগ করতে চেয়েছেন, এমন খবরের ব্যাপারে আলোচনা করার জন্য আজ (গতকাল) সন্ধ্যা ৭টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করতে যান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা বলেন, তিনি কাজ করতে এসেছেন। কাজ করার মতো পরিস্থিতি না থাকলে তাঁর পদে থাকার ব্যাপারটি পুনর্বিবেচনা করবেন। উত্তরে এমন কোনো সিদ্ধান্ত গ্রহণের আগে জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, জুলাইয়ের ত্যাগের প্রতি দায়বদ্ধতা, তাঁর ওপর পুরো দেশের মানুষের আস্থা এবং জাতীয় ঐক্যের বিষয়ে ভেবে দেখার জন্য প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। দলের যুগ্ম সদস্যসচিব মুশফিক উস সালেহীন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘সন্ধ্যা ৭টার পরে প্রধান উপদেষ্টা ও নাহিদ ইসলামের মধ্যে আধা ঘণ্টার কিছু বেশি সময় ধরে আলাপ চলে। সাক্ষাতে প্রধান উপদেষ্টা নাহিদ ইসলামকে জানিয়েছেন, সাম্প্রতিক বিভিন্ন ইস্যুতে ধারাবাহিক আন্দোলনের কারণে তিনি কিছুটা বিব্রত। স্বাধীনভাবে কাজ না করতে পারলে তিনি থাকতে চান না। তখন নাহিদ ইসলাম তাঁকে বুঝিয়ে বলেছেন এবং পরিস্থিতি ঠিক হয়ে যাবে বলে আশ্বস্ত করেছেন। যমুনা থেকে নাহিদ চলে যাওয়ার কিছুক্ষণ পর মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেন সরকারে থাকা দুই ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এ বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস অফিসের একজন সদস্য বলেন, তাদের এমন সাক্ষাৎ প্রায়ই হয়ে থাকে। কাজের প্রয়োজনে এটা উনারা বিভিন্ন সময় করে থাকেন।