এক যুগ পর পাল্লেকেলেতে টি-২০ ম্যাচ খেলেছে বাংলাদেশ। এ ম্যাচ দিয়ে শুরু হয়েছে বাংলাদেশ শ্রীলঙ্কা টি-২০ সিরিজ। প্রথম ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কান ক্রিকেটাররা চার-ছক্কার ফুলঝুড়িতে পাত্তাই দেননি লিটন বাহিনীকে। ৬ বল হাতে রেখে ৭ উইকেটের বড় জয়ে এগিয়ে গেছে সিরিজে। রবিবার ডাম্বুলায় সিরিজের দ্বিতীয় ম্যাচ। ১৬ জুলাই শেষ ম্যাচ কলম্বোয়।
এ ম্যাচ দিয়ে দীর্ঘদিন পর জাতীয় দলে ম্যাচ খেলেছেন বাঁ হাতি ব্যাটার মোহাম্মদ নাঈম শেখ ও পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। নাঈম সর্বশেষ খেলেছিলেন ২০২২ সালের আগস্টে। দুবাইয়ে টি-২০ এশিয়া কাপে। ব্যাটারদের ব্যর্থতায় লিটন বাহিনী ২০ ওভারে সংগ্রহ করে ৫ উইকেটে ১৫৪ রান। ১৫৫ রানের টার্গেটে পাথুম নিশাঙ্কা ও কুশল মেন্ডিস ৪.৪ ওভারে ৭৮ রান যোগ করে জয়ের ভিত দেন। নিশাঙ্কা ৪২ রান করেন ১৬ বলে ৫ চার ও ৩ ছক্কায়। ছন্দে থাকা মেন্ডিস ৫১ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৭৩ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হন। ১৪ মাস পর জাতীয় দলে ফিরে একটি উইকেট নেন সাইফুদ্দিন। মিরাজ ও রিশাদ একটি করে উইকেট নেন।