ভিন্ন গড়নের ফুল মিউজিক্যাল নোট। গন্ধবিহীন ফুলটি এখন শোভা ছড়াচ্ছে রংপুরের মিঠাপুকুর উপজেলার বেগম রোকেয়া স্মৃতিকেন্দ্রের বাগান ও ক্যাম্পাসে। কিছুটা স্বরলিপির প্রতীকের মতো দেখতে তাই ফুলটির নাম মিউজিক্যাল নোট। এটি ‘ডো রে মি ফ্লাওয়ার’ নামেও পরিচিত, যার বাংলা দাঁড়ায় ‘সা রে গা মা ফুল’। দ্রুত বৃদ্ধি পাওয়া বহুবর্ষজীবী গুল্মজাতীয় এ ফুল গাছ দুই থেকে চার ফুট পর্যন্ত উঁচু হয়ে থাকে। হালকা সবুজ পাতাগুলো দেখতে উল্টো নৌকার মতো। পাতার দুই পাশে করাতের দাঁতের মতো নকশা থাকে। ফুলের কলি কয়েক দিন শোভা ছড়ানোর পর সম্পূর্ণভাবে ফুটে। একদম সাদা এ ফুল ফোটার দুই দিন পরই ঝরে পড়ে।
বেগম রোকেয়া স্মৃতিকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কৃষিবিদ আবিদ করিম মুন্না জানান, মিউজিক্যাল নোট গাছ বেশি ঠান্ডা পছন্দ করে না। বসন্তের শেষে বা গ্রীষ্মের শুরুতে নতুন পাতায় ভরে ওঠে। শীত ছাড়া সারা বছরই গাছে ফুল দেখা যায়।
মিউজিক্যাল নোটের আদি নিবাস আফ্রিকা। বাংলাদেশে প্রথমদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের বাগানেই শুধু এ ফুলের দেখা মিলত। নার্সারি ও বৃক্ষমেলা আয়োজনের মধ্য দিয়ে দেশজুড়ে ফুলটি ছড়িয়ে পড়েছে।