আমি না হয় গল্প লিখবো
জারুল ফুলের গল্প-
সবুজ পাতার আলিঙ্গনে
হাওয়ায় দোলে অল্প।
লিখবো আমি শাখার ডগার
জারুল ফুলের কথা-
ছয়টি মুক্ত পাপড়ি যে তার
ভীষণ মায়ায় গাথা।
বেগুনি রঙের রঙিন জারুল
শোভায় সাজায় ধরা-
উজাড় করে সৌন্দর্য
অপরূপা ওরা!
আমি না হয় গল্প লিখবো
জারুল ফুলের গল্প-
সবুজ পাতার আলিঙ্গনে
হাওয়ায় দোলে অল্প।
লিখবো আমি শাখার ডগার
জারুল ফুলের কথা-
ছয়টি মুক্ত পাপড়ি যে তার
ভীষণ মায়ায় গাথা।
বেগুনি রঙের রঙিন জারুল
শোভায় সাজায় ধরা-
উজাড় করে সৌন্দর্য
অপরূপা ওরা!