কদম কেয়া ফুটছে কত
আষাঢ় বাদল ধারায়,
মেঘবালিকা ছুটছে দেখ শহর গাঁয়ে পাড়ায়।
ঝমঝমিয়ে বৃষ্টি যখন
অঝোর ধারায় নামে,
কদম কেয়া চিঠি লিখে পাপড়ি আঁকা খামে।
হিজল বনে চিঠি আসে
বৃষ্টি ভেজা ডাকে,
খবর পেয়ে ব্যাঙ সাথিরা নাচতে সবাই থাকে।
ঘ্যাঙর ঘ্যাঙর গান ধরে সব
ব্যাঙের ছানা-পোনা,
আষাঢ় এলেই গুড়ুম গুড়ুম মেঘের ডাক যায় শোনা।