সাম্যের গান শুনিয়ে আবার
মানবতার কথা বলে
কে সেই ছেলে?
উল্কার ন্যায় ছুটে অবিরাম
বাবরি দোলানো চুলে
কে সেই ছেলে?
সত্যের ঝাণ্ডা হাতে নিয়ে
বিদ্রোহ করে চলে
কে সেই ছেলে?
দারিদ্র্য করেছে মহান
বঞ্চনায় হয়নিকো ম্লান
ভাসেনি চোখের জলে
কে সেই ছেলে?
সাম্যের গান শুনিয়ে আবার
মানবতার কথা বলে
কে সেই ছেলে?
উল্কার ন্যায় ছুটে অবিরাম
বাবরি দোলানো চুলে
কে সেই ছেলে?
সত্যের ঝাণ্ডা হাতে নিয়ে
বিদ্রোহ করে চলে
কে সেই ছেলে?
দারিদ্র্য করেছে মহান
বঞ্চনায় হয়নিকো ম্লান
ভাসেনি চোখের জলে
কে সেই ছেলে?