ব্যাঙের বাড়ি হাট বসেছে
উজান বিলের ধারে,
টেংরা পুঁটি মুচকি হাসে
শাপলা পাতার আড়ে।
ব্যাঙেরা সব করছে বাজার
ছানাপোনা মিলে,
হঠাৎ একটা বোয়াল মাছে
ব্যাঙ খেয়েছে গিলে।
তড়িঘড়ি ব্যাঙেরা তাই
গেলো নদীর চর,
ব্যাঙের রাজা বলছে তখন
ধর বোয়ালকে ধর।
একা একা ভাবছে বোয়াল
বিপদ দেখছি ভারী,
লেজ গুটিয়ে সেখান থেকে
চললো তাড়াতাড়ি।