পশ্চিম বঙ্গের বর্ধমানের
চুরুলিয়া গ্রামে
এক যে ছিল দুষ্ট খোকা
দুখু মিয়া নামে।
নিয়ম-নীতি মানত না সে
করত না ডর-ভয়
লেখালেখি করে এক দিন
অনেক বড় হয়।
কাব্য, ছড়া, গল্প, নাটক
প্রবন্ধ, গান লিখে
বাংলাভাষার আলো ছড়ায়
এদিকে-ওদিকে।
আসেফ-স্নেহা দুখু মিয়াই
আজ জাতীয় কবি
কাজী নজরুল নামে মোদের
হৃদয়ে যাঁর ছবি।