এক বিদ্রোহী রণক্লান্ত
মরণে কাছে মেনে গিয়ে হার
হয়ে গেলো শেষে শান্ত।
কেটে গেলো তাল থেমে গেলো সুর
অগ্নিবীণাও যেন থামলো
ধুলোমাখা তার কাঁদে বারবার
অমানিশার রাত নামলো।
জলে ভরা আঁখি হারালো যে পাখি
সাম্যের কবি নজরুল
শোকে মুহ্যমান হৃদ মন প্রাণ
কাঁদে প্রজাপতি চাঁদ তারা ফুল।