বৃষ্টি পড়ে ভরদুপুরে
ঝম ঝমা ঝম সুরে,
খোকাখুকু করছে খেলা
সারা উঠোন জুড়ে।
কাগজ কেটে নাও বানিয়ে
ভাসিয়ে দেয় জলে,
স্রোতের টানে ভেসে ভেসে
আপন মনে চলে।
খোকাখুকু করছে খেলা
কাগজের নাও নিয়ে,
হুমড়ি খেয়ে লুটোপুটি
নৌকা ধরতে গিয়ে।
শ্রাবণ দিনে এমন করে
কাটে সারাবেলা,
বৃষ্টি ভিজে খোকাখুকুর
চলে মজার খেলা।