মিষ্টি মধুর বৃষ্টি পেয়ে
ভিজতে থাকে জনি
ভিজতে এবার বাইরে এলো
জনির ভাইয়া রনি।
ভেজার কি ঢং নাচা গাওয়া
দারুণ শখের বসে
ভিজতে থাকে দুজন মিলে
অংক কষে কষে।
ভিজতে ভিজতে পড়ে যখন
পিছলে ধপাস করে
ছোটে এসে তাদের মায়ে
কান ধরে নেয় ঘরে।
মিষ্টি মধুর বৃষ্টি পেয়ে
ভিজতে থাকে জনি
ভিজতে এবার বাইরে এলো
জনির ভাইয়া রনি।
ভেজার কি ঢং নাচা গাওয়া
দারুণ শখের বসে
ভিজতে থাকে দুজন মিলে
অংক কষে কষে।
ভিজতে ভিজতে পড়ে যখন
পিছলে ধপাস করে
ছোটে এসে তাদের মায়ে
কান ধরে নেয় ঘরে।