মালয়েশিয়ার সুমাত্রা দ্বীপের পশ্চিম উপকূলে নৌকা ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সাতজনকে উদ্ধার করা হলেও রিপোর্ট লেখা পর্যন্ত আরও ১১ জন নিখোঁজ রয়েছে।
দেশটির উদ্ধারকারী কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, সোমবার সকালে বৈরি আবহাওয়ার কবলে পরে নৌকাটি সমুদ্রে তলিয়ে যায়। এতে মোট ১৮ জন যাত্রী ছিল। যাদের সাতজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, নিখোঁজদের মধ্যে কয়েকজন সরকারি কর্মকর্তাও আছেন।
প্রতিবেদনে বলা হয়, সিকাকাপ থেকে মেনটাওয়াইয়ে যাওয়ার পথে ডুবে যায় ওই নৌযান। তাৎক্ষণিকভাবে সাতজনকে উদ্ধার করা হলেও রিপোর্ট লেখা পর্যন্ত আরও ১১ সরকারি কর্মকর্তা নিখোঁজ রয়েছেন। তল্লাশি অভিযানে দু’টি নৌকা এবং কয়েক ডজন উদ্ধারকারী অংশ নিয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
১৭ হাজার দ্বীপের দেশ মালয়েশিয়ায় নৌকা ও ফেরি সাধারণ যান হিসেবে ব্যবহৃত হয়। প্রতিনিয়ত এসব যানে চড়ে এক দ্বীপ থেকে অন্য দ্বীপে যাতায়াত করেন স্থানীয়রা। তবে বৈরি আবহাওয়ায় প্রায়শই দেশটিতে নৌকাডুবির কথা শোনা যায়। এর আগে গত মাসে বালির কাছে একটি নৌকা ডুবে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। নৌকাটিতে মোট ৬৫ জন যাত্রী ছিল। এর মধ্যে ৩০ জনকে উদ্ধার করা সম্ভব হয়। আর রিপোর্ট লেখা পর্যন্ত বাকি ১৭ যাত্রীর কোনও হদিস পাওয়া যায়নি। সূত্র: আল-জাজিরা, রয়টার্স
বিডি প্রতিদিন/একেএ