ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের গেইটের সামনে থেকে রোগী ভাগিয়ে নিয়ে যাওয়ার সময়ে শাহবাগ থানার পুলিশ হাতেনাতে দুই দালালকে আটক করেছে।
আটকৃত দুইজন হলেন আলামিন (২০) ও রাকিব (২২)। মঙ্গলবার (১৫ জুলাই) রাত সোয়া সাত টার সময়ে তাদের আটক করা হয়। শাহবাগ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ফরিদ আহামেদ ও এএসআই ইদ্রিস তাদের আটক করেন।
পুলিশের ওই দুই সদস্য বলেন, হাসপাতালে আসা এক রোগী ও তাদের স্বজনদের ফুঁসলিয়ে অ্যাম্বুলেন্সে তুলে নিয়ে যেতে চেয়েছিল। আমরা তাদের হাতেনাতে আটক করি। পরে তাদের শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়েছে।
রোগীর স্বজনরা পুলিশকে জানিয়েছে, তারা তাদের (দালাল) চিনেন না। তাদের ভালো চিকিৎসা দেওয়ার কথা বলে নিয়ে যেতে চেয়েছিল। তাদের রোগীর অবস্থা গুরুতর, তাই তারা কিছু বুঝে উঠে পারছিল না। পরে ওই রোগীকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ