আমার বাড়ি মেঘেরপুর
থাকি আমি অনেক দূর
বৃষ্টি আমার কান্না-রে
হীরে-মোতি-পান্না-রে
বৃষ্টি আমার কান্নাই নয়
হাসিও-এই বৃষ্টিই হয়
তাই না বৃষ্টির অনেক দাম
পায় না টাকায় বাবুরাম।
শুধু হাসি-কান্নাই নয়
বৃষ্টির আসল পরিচয়
যখন যাই তোর বঙ্গে সই
বৃষ্টি আমার সঙ্গে লই।
বর্ষণ করি বৃষ্টি তাই-
বর্ষা আমার নামটি ভাই।