জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে উপাচার্যকে অবরুদ্ধ করে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করছেন ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৫ জুলাই) রাত সাড়ে ৯টায় এ ঘটনা ঘটে। এর আগে শিক্ষার্থীরা পাঁচ দফা দাবিতে দিনব্যাপী অবস্থান করেন বিভাগের সামনে।
এসময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ‘প্রহসনের বিচার মানি না, মানব না’; ‘জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো’; ‘মাইর খাব ওপেনে, বিচার হবে গোপনে’ শিক্ষকের ওপর হামলাসহ নানা স্লোগান দেন।
শিক্ষার্থীরা বলেন, একটা তদন্ত কাজ সম্পন্ন করতে কত সময় লাগে? আমাদের সারাদিন বসিয়ে রেখেছে বহিষ্কারারের প্রজ্ঞাপন দেবে বলে। কিন্তু যেটা দিয়েছে সেটা আমরা প্রত্যাখ্যান করছি। প্রকৃত অপরাধীদের আড়াল করা হয়েছে এখানে। এজন্য আমরা তালা ঝুলিয়েছি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম বলেন, তারা এটা ঠিক করেনি। এই বিষয়ে তদন্ত কমিটি গঠন করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। সবকিছু বিচার-বিশ্লেষণ করতে তো সময় লাগে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া যায় না। আমরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলব তারা কি চায়।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (১০ জুলাই) শহীদ সাজিদ একাডেমিক ভবনের নিচতলায় ছাত্রদলের নেতাকর্মীরা ম্যানেজমেন্ট বিভাগের দুই শিক্ষক—বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক ও সহকারী প্রক্টর এবং তিন শিক্ষার্থীর ওপর হামলা চালায় বলে অভিযোগ উঠে। এসময় ছাত্রকল্যাণ পরিচালক কে এ এম রিফাত হাসান এবং সহকারী প্রক্টর মো. শফিকুল ইসলামের ওপর হামলা ও লাঞ্ছিত করা হয়। একই ঘটনায় আহত হন ম্যানেজমেন্ট বিভাগের তিন শিক্ষার্থী— মো. ফারুক, ফেরদৌস শেখ এবং মো. ফয়সাল মুরাদ।
বিডি প্রতিদিন/নাজিম