রাজশাহীর মোহনপুর উপজেলায় দেশীয় অস্ত্র ও ককটেলসহ পাঁচজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা। তবে সন্ধ্যার পরে ব্যাগের মধ্যে থাকা ককটেল নিষ্ক্রিয় করতে কাজ করে বোম ডিসপোজাল ইউনিট। বৃহস্পতিবার বিকালে জাহানাবাদ ইউনিয়ন পরিষদ এলাকা থেকে দুবৃর্ত্তদের আটক করে।
আটকরা হলেন মোহনপুরের আলিফ হোসেন (১৯) ও পবার নওহাটা শ্রীপুর গ্রামের মারুফ মোর্তজা (২৭)। এছাড়া অন্য তিনজনের পরিচয় পাওয়া যায়নি।
এলাকাবাসীর ভাষ্য, দীর্ঘদিন ধরে জাহানাবাদ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীরের সঙ্গে স্থানীয় কয়েকজনের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার দুপুরে জমির বিরোধ নিষ্পত্তিতে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বৈঠক শুরু হয়। বৈঠকের একপর্যায়ে দুপক্ষের মধ্যে উত্তেজনা শুরু হলে জাহাঙ্গীরের পক্ষের বহিরাগত বেশ কয়েকজন যুবককে ধাওয়া করে প্রতিপক্ষ।
এসময় বহিরাগতদের ফেলে যাওয়া ব্যাগ থেকে দেশীয় অস্ত্র ও ককটেল উদ্ধার হলে উত্তেজনা তৈরি হয়। স্থানীয়রা একজোট হয়ে পাঁচ বহিরাগত দুর্বৃত্তকে ধরে ইউনিয়ন পরিষদে আটকে রাখে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্বৃত্তদের হেফাজতে নেন। সন্ধ্যায় বোম ডিসপোজাল ইউনিট ককটেল নিষ্ক্রিয় করতে কাজ শুরু করে।
রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল আলম জানান, আটক পাঁচজন পুলিশ হেফাজতে রয়েছে।
বিডি প্রতিদিন/জুনাইদ