খাঁ খাঁ রোদ
কী যে ক্রোধ
পৌঁছলো চরমে,
মরি হায়
শঙ্কায়
গ্রীষ্মের গরমে।
হাঁসফাঁস
চারিপাশ
ভীতিকর লাগছে,
ভ্রান্তির
চোটে শির
তালগোল পাকছে।
ওই মাঠ
পথঘাট
চৌচির হলো রে,
মেঘ ভাই
তাই তাই
হুংকার তোলো রে।
খাঁ খাঁ রোদ
কী যে ক্রোধ
পৌঁছলো চরমে,
মরি হায়
শঙ্কায়
গ্রীষ্মের গরমে।
হাঁসফাঁস
চারিপাশ
ভীতিকর লাগছে,
ভ্রান্তির
চোটে শির
তালগোল পাকছে।
ওই মাঠ
পথঘাট
চৌচির হলো রে,
মেঘ ভাই
তাই তাই
হুংকার তোলো রে।