হুতোমপ্যাঁচা খবর দিলো
ভূতের নাকি জ্বর,
কাঁথা গায়ে বসে আছে
তাল গাছের ওপর।
শীতে নাকি বাঁচবে না আর
মামদো ভূতের ছা,
ঠান্ডা হয়ে আসছে ভূতের
লম্বা দুটো পা।
রাতবিরেতে কাকে পাবে
হুতোম নিশাচর,
সবাই এখন যে যার ঘরে
ঘুমেতে কাতর।
বদ্যি কোথায় পাবে হুতোম
রাত্রি গভীর নিঝুম,
ভাবতে ভাবতে রাত পোহালো
হুতোম দিলো ঘুম।