পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পিবিপ্রবি)-এ ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০টায় সামাজিক উন্নয়ন সংস্থা ‘ডাক দিয়ে যাই’ অডিটোরিয়ামে এ অনুষ্ঠান হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর।অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে নীরবতা পালন করা হয়। এরপর নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান পিবিপ্রবির বিজ্ঞান অনুষদের ডিন ড. আকতার হোসেন।
প্রধান অতিথি ড. হোসেন উদ্দিন শেখর শিক্ষার্থীদের হীনমন্যতা কাটিয়ে উঠতে ও জীবনের প্রতিটি মুহূর্ত উপভোগ করার আহ্বান জানান। তিনি বিশ্ববিদ্যালয়কে রাজনীতিমুক্ত রাখার পরামর্শ দেন।
উপাচার্য ড. শহীদুল ইসলাম শিক্ষার্থীদের ক্যাম্পাসকে রাজনীতিমুক্ত রাখার প্রত্যয় ব্যক্ত করে বলেন, আমার সন্তানদের যেভাবে দেখি, আপনাদের সন্তানকেও তেমনি দেখব। তিনি স্থায়ী ক্যাম্পাসে দ্রুত ক্লাস শুরু ও নতুন আবাসিক হল নির্মাণের আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডিন ড. মো. আনিসুর রহমান, ড. কামাল হোসেন, ড. মো. মুছা খান, ড. এম. এম. আয়ুব হুসাইন, শারমিন ইসলাম নিপা প্রমুখ। এর আগে কোরআন তিলাওয়াত, গীতা পাঠ ও ফুলেল শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ