সকালবেলা চড়ুই পাখি
মাঠের দিকে ছুটে,
খাবারগুলো খুঁজে খুঁজে
জমা করে ঠোঁটে।
চড়ুই পাখির বুদ্ধি আছে
কিছু মজুত রাখে,
বর্ষাকালে খেয়েদেয়ে
মধুর সুরে ডাকে।
চড়ুই পাখির বন্ধু হলো
পাশের বাসার কাক,
কাজ না করে সারা দিন
মারে শুধুই হাঁক।
চড়ুই পাখি খুব সরল
বিশ্বাস করে তাকে,
এমন করে মিলেমিশে
একসঙ্গে থাকে।
কিন্তু কাকের মনের মধ্যে
লোভ দেখা দিল,
সবকিছু নিয়ে চড়ুইয়ের
উধাও হয়ে গেল।