লাল কলমে লাল লেখা
কালো কলমে কালো
লাল কালো যে রংই হোক
লেখাটা চাই ভালো।
বর্ণটা হোক ঝকঝকা ঝক
বাক্য হোক স্পষ্ট
তোমার লেখা পড়তে যেন
হয় না কারও কষ্ট।
গল্প কথায় লেখার খাতায়
থাকবে যতি চিহ্ন
স্যারের চোখে সবার চেয়ে
তুমিই হবে ভিন্ন।
লাল কলমে লাল লেখা
কালো কলমে কালো
লাল কালো যে রংই হোক
লেখাটা চাই ভালো।
বর্ণটা হোক ঝকঝকা ঝক
বাক্য হোক স্পষ্ট
তোমার লেখা পড়তে যেন
হয় না কারও কষ্ট।
গল্প কথায় লেখার খাতায়
থাকবে যতি চিহ্ন
স্যারের চোখে সবার চেয়ে
তুমিই হবে ভিন্ন।