টাপুরটুপুর বৃষ্টি
কী অপরূপ সৃষ্টি
ওই দেখ কার যাচ্ছে মামা
গায়ে পড়ে নতুন জামা
ঝোলায় ঝোলে মিষ্টি
টাপুরটুপুর বৃষ্টি
ছাতা মাথায়
চটির চটায়
হাঁটছে চটাং চটাং
একটু পরে
পিছলে পড়ে
হলো সে চিতপটাং
টাপুরটুপুর বৃষ্টি
কী অপরূপ সৃষ্টি
ওই দেখ কার যাচ্ছে মামা
গায়ে পড়ে নতুন জামা
ঝোলায় ঝোলে মিষ্টি
টাপুরটুপুর বৃষ্টি
ছাতা মাথায়
চটির চটায়
হাঁটছে চটাং চটাং
একটু পরে
পিছলে পড়ে
হলো সে চিতপটাং