বলিউড কিং শাহরুখ খান ও তার স্ত্রী গৌরী খান যখন ২০০১ সালে মুম্বাইয়ের একটি ছয়তলা বাংলো কিনেছিলেন, তখন তাদের হাতে পর্যাপ্ত অর্থ ছিল না। এই বাড়িটি কিনতে এক প্রযোজকের কাছ থেকে টাকা ধার নেন শাহরুখ, যা দিয়েই তারা ‘মান্নাত’ নামক এই বাংলোটি অর্জন করেন। তখন এর দাম ছিল প্রায় ১৩.২৩ কোটি রুপি।
১৯১৪ সালে নরিম্যান কে দুবাস ‘ভিলা ভিয়েনা’ নামে এই বাড়িটি নির্মাণ করেছিলেন, পরে নাম বদলে ‘জান্নাত’ হয়। শাহরুখ ও গৌরী কিনে এটিকে ‘মান্নাত’ নাম দেন। কেনার সময় মান্নাতের অবস্থা তেমন ভালো ছিল না, বড়সড় সংস্কারের প্রয়োজন ছিল। এক ডিজাইনারকে আনার পরেও খরচ তাদের সাধ্যের বাইরে হওয়ায় গৌরী নিজেই সময় নিয়ে ঘর সাজিয়েছেন।
এখন এই বাংলোতে রয়েছে ব্যক্তিগত সিনেমাহল, একাধিক বিলাসবহুল শয়নকক্ষ, বাগান, কোয়ার্টার এবং নানা ঐতিহ্যবাহী সামগ্রী। শাহরুখ বলেন, এই বাড়ি তিনি কখনো বিক্রি করবেন না।
বর্তমানে মান্নাতের বাজারমূল্য প্রায় ৩০০ কোটি রুপি, যা কিনার সময়ের চেয়ে প্রায় ২২ গুণ বেশি।
বিডি প্রতিদিন/আশিক