ভোলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি প্রচারে লিফলেট বিতরণ, গণসংযোগ ও পথসভা করেছেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য হায়দার আলী লেলিন।
রবিবার (১০ আগস্ট) ভোলা সদর উপজেলার ভেদুরিয়া, ভেলুমিয়া, উত্তর দিঘলদী ও দক্ষিণ দিঘলদী ইউনিয়নের বিভিন্ন বাজারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
হায়দার আলী লেলিন বলেন, দীর্ঘ আন্দোলন ও ত্যাগের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের কবল থেকে মুক্ত হয়েছে বাংলাদেশ। আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, তারেক রহমানের ঘোষিত ৩১ দফায় নাগরিক অধিকার, আইনের শাসন, বৈষম্যহীন রাষ্ট্র ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার অঙ্গীকার রয়েছে। এসব বাস্তবায়ন হলে বাংলাদেশ হবে সুখী ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র।
স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, গত ১৬ বছর সন্ত্রাসীরা আপনাদের ওপর জুলুম চালিয়েছে। এখন তারা পরাজিত। কিন্তু তাদের কাউকে হয়রানি করবেন না।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মফিজুল ইসলাম মিলন, নির্বাহী সদস্য আবু নোমান মো. সফিউল্লাহ, সিরাজ মাতাব্বার, পাভেজ সাইফ, মহিউদ্দিন, ইব্রাহিম খলিল তারেক, আব্দুর রহিম প্রমুখ।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ